ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ

ধর্ষণের পর গলা কেটে হত্যা উত্তাল নোয়াখালী অপরাধীদের ফাঁসি চায় সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরে স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণির ছাত্রী অদিতা  হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর শিক্ষাঙ্গন ও রাজপথ। এই সময় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা সুধারাম থানা ঘেরাও করে অবস্থান ধর্মঘট করে তাদের দাবি-দাওয়া জানায়। গতকাল দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা শেষ করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অদিতা হত্যার প্রধান আসামি রনির ফাঁসি দাবি করেন। হরিনারায়ণপুর স্কুলের প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, আমাদের প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে দাঁড়াতে হবে এবং সমাধান করতে হবে। কিশোরগ্যাং গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং অদিতা হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করেন।  অপরদিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, অপরাধী শনাক্তে চৌমুহনী ও মাইজদীতে ১৬০ স্পটে ২শ’টি সিসি ক্যামেরা বসানোর ঘোষণা দিয়েছে।ধর্ষণের পর গলা কেটে হত্যা উত্তাল নোয়াখালী অপরাধীদের ফাঁসি চায় সহপাঠীরা

নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরে স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণির ছাত্রী অদিতা  হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর শিক্ষাঙ্গন ও রাজপথ। এই সময় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা সুধারাম থানা ঘেরাও করে অবস্থান ধর্মঘট করে তাদের দাবি-দাওয়া জানায়। গতকাল দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা শেষ করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অদিতা হত্যার প্রধান আসামি রনির ফাঁসি দাবি করেন। হরিনারায়ণপুর স্কুলের প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, আমাদের প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে দাঁড়াতে হবে এবং সমাধান করতে হবে। কিশোরগ্যাং গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং অদিতা হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করেন।  অপরদিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, অপরাধী শনাক্তে চৌমুহনী ও মাইজদীতে ১৬০ স্পটে ২শ’টি সিসি ক্যামেরা বসানোর ঘোষণা দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।