তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে এমকেপি’র উদ্যোগে তথ্য অধিকার ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে জনসচেতনতামুলক প্রচারাভিযান চালিয়েছে। বিএমজেড ও নেট্জ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর বাস্তবায়নে আটোয়ারী প্রকল্প অফিস আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী তথ্য অধিকার সহ করোনা কালে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে উপজেলার ছয় ইউনিয়নে জনসচেতনতামুলক প্রচারাভিযান চালিয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান লাল ফিতা কেটে ও গণ স্বাক্ষর তালিকায় প্রথম সাক্ষর করে প্রচার অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।এসময় অন্যদের মধ্যে গণসাক্ষর করেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ও উপজেলা প্রেক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী।
উদ্বোধন শেষে সচেতনতামুলক বিভিন্ন স্লোগান সমন্বিত ব্যানার আঁটিয়ে একটি পিকআপ ভ্যান গাড়ীতে ঢাকঢোল পিটিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরেন।
জনসমাগম এলাকায় জনসচেতনতামুলক বক্তব্য রাখেন আটোয়ারী প্রকল্প অফিসের এলাকা ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল তারিক, মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন ও প্রকল্পের সভাপতি নাজিম কিবরিয়া। বক্তব্যে, তথ্য কোথায় পাওয়া যাবে, কোন ধরনের তথ্য জানতে চাওয়া যাবেনা, যেভাবে তথ্য পাবেন, আবেদন করে তথ্য না পেলে করনীয় এবং করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।