ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

অপহরণ করে মুক্তিপণ নির্যাতন: আ.লীগ-বিএনপির ২ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে অপহরণ করে মুক্তিপণ আদায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর এক নারীকে চুল কেটে দেয়ার অভিযোগেজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানতাপুসহ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্যাতিত নারী পারভিন আক্তার বাদী হয়ে দুপুরে ঝালকাঠির নারী শিশু নির্যাতন দমনট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদী আইনজীবী মোজাম্মেল হোসেন জানান, বিচারক জেলা দায়রা জজ মো. শহিদুল্লাহ সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তাকেওসি এজাহার গ্রহণের নির্দেশ দেন। পাশাপশি বাদীর সম্পূর্ণ নিরাপত্তা প্রদানের আদেশ দিয়েছেন তিনি।

বাদীর আইনজীবী মোজাম্মেল হোসেন আরো বলেন, ভিকটিমের স্বামী বোরহান উদ্দিনের তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর ভাই ঝালকাঠিশহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু তার সহযোগী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকশারমিন মৌসুমী কেকাসহ ১০ জন গত ৩০ আগস্ট সন্ধ্যায় ঝালকাঠি জেলা পরিষদের সামনের বাসায় যায়। এসময় তারাবাসায় প্রবেশ করে ওই নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। পরে ওই নারীকে অপহরণ করে শহরের ভিআইপি সড়কেরএকটি হোটেলে নিয়ে গিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন করে। পরে তার চুল কেটে দেয় তারা। এসময় ওই নারীর কাছ থেকেকয়েকটি সাদা কাগজেও সই নেয়া হয়। পরে ওই নারীর ভাইকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ চায় আসামিরা।পরের দিন সকালে মুক্তিপণের লাখ টাকা দিলে নির্যাতনের শিকার ওই নারীকে ছেড়ে দেয় দেয়া হয়।
তবে ঘটনা সাজানো দাবি করে এটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিকসম্পাদক শারমীন মৌসুমী কেকা ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।