কানেক্ট জালালাবাদ সংগঠন অবিলম্বে লন্ডন-সিলেট ফ্লাইট নিয়ে বাংলাদেশ বিমানের হটকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিদ্ধান্তে ক্ষুদ্ধ সিলেটের লন্ডন প্রবাসীরা। লন্ডন থেকে সরাসরি সিলেট ফ্লাইটের ব্যবস্থা থাকলেও বাংলাদেশ বিমানের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকেই লাগেজ সংগ্রহ করতে হচ্ছে। এতে জালালাবাদ তথা সিলেটের লন্ডন প্রবাসীরা পড়েছেন বিড়ম্বনায়। তাদের লাগেজ টেনে ডমেস্টিক টার্মিনালে যেতে হচ্ছে যা করোনার ঝুঁকি বাড়াচ্ছে।
বাংলাদেশ বিমানের এমন সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবী জানিয়েছে কানেক্ট জালালাবাদ সংগঠন। এদিকে করোনা নিয়ন্ত্রণের জন্যই উচ্চ পর্যায়ের নির্দেশনায় বিমান এমন নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। কর্মকর্তা আরও বলেন, এটা বিমানের সিদ্ধান্ত নয়, বরং বিমান উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে মাত্র।
এদিকে ঢাকায় ইমিগ্রেশন এবং ঢাকা থেকেই লাগেজ সংগ্রহের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছে লন্ডনে। হাইকমিশনের দ্বারস্থ হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূতরা। তারা এ সিদ্ধান্তের পরিবর্তন চেয়েছেন। প্রয়োজনে সিলেটে আইসোলেশন সেন্টার করার, তবুও তাদের ইমিগ্রেশন এবং লাগেজ যেন সিলেটই হয় তার দাবী জানিয়েছেন প্রবাসীরা।
কানেক্ট জালালাবাদ সংগঠনটির নীতিনির্ধারকরা জানান, অবিলম্বে এমন বিদ্বেষমূলক সিদ্ধান্ত বাতিল করা না হলে সারা বিশ্বের জালালাবাদ এলাকাবাসীদের নিয়ে বাংলাদেশ বিমান বয়কট, বাংলাদেশ হাইকমিশন ঘেরাও সহ দেশ বিদেশে আন্দোলন সংগ্রামের ঘোষণা দিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেছেন, সিলেটের বিরুদ্ধে এই চক্রান্ত সিলেটিরা কখনো মেনে নিবে না। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন সিলেট প্রবাসীরা।
উল্লেখ্য বর্তমানে বাংলাদেশ বিমানে লন্ডন ফেরত যাত্রীদের যাদের চূড়ান্ত গন্তব্য সিলেট, তাদেরও ঢাকা থেকেই লাগেজ সংগ্রহ করতে হচ্ছে।