কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম তুষার বলেছেন আমি ছোট কাল থেকে সব সময় সাধারণ মানুষের পাশে থেকে আমি উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করে আসছি তাই উন্নয়নমূলক কাজগুলো গতি বাড়ানোর জন্য এবং আপনাদের খাদেম হয়ে কাজ করার জন্য আগামী পৌর সভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসাবে আমি অংশ গ্রহণ করবো এজন্য আমি আপনাদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি। উপরোক্ত কথা গুলো শুক্রবার দুপুরে কালিয়াকৈর পৌর সভার ৪ ও ৬ নং ওয়ার্ডের নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত দোয়া আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দিতে এসব কথা বলেন কালিয়াকৈর পৌর সভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা রুস্তম আলী মুন্সী, মোঃ আজগর আলী, আলমগীর হোসেন, তাঁতীলীগ নেতা বিপ্লব হোসেন, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জয় প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।