ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে সাজাপ্রাপ্ত মহিলা আসামীসহ ১৫ জন গ্রেফতার।

য‌শোর ‌জেলা প্র‌তি‌নি‌ধি।
অক্টোবর ৭, ২০২০ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত মহিলাসহ ওয়ারেন্টভুক্ত, ডাকাতি, নারী নির্যাতন, হত্যা ও থানার নিয়মিত মাদক মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক আজিজুর রহমান, পিন্টু লাল দাস, সুপ্রভাত মন্ডল, অরূপ বসু, সহকারী উপ-পরিদর্শক ফিরোজ, রহমত পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভক্ত নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার ক‌রেন।

গ্রেফতারকৃত হলো সাজাপ্রাপ্ত আসামিরা হ‌লেন, আলতাপোল গ্রামের আব্দুর রশিদ মোড়লের স্ত্রী আঞ্জুমানারা বেগম (৪০), কাবিলপুর গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে আনন্দ দাস (৩৭), ব্যাসডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে হাফিজুর রহমানকে (৩৫), ওয়ারেন্টভুক্ত কায়েমখোলা গ্রামের দিনবন্ধু হালদারের ছেলে দেবল হালদার (২৭), বালিয়াডাঙ্গা গ্রামের কাওছার মল্লিকের ছেলে বিল্লাল হোসেন মল্লিক (৩১), ব্যাসডাঙ্গা গ্রামের আহমদউল্লাহর ছেলে মহিউস সুন্না (৩০) আলতাপোল গ্রামের হযরত আলীর স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫), মনোহরপুর গ্রামের নওয়াব আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮), বসুন্তিয়া গ্রামের ইনসার আলী মোড়লের ছেলে টিটো (২২), ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের বিষ্ণুদাসের ছেলে চন্দন দাস (২১), একই গ্রামের নিখিল দাসের ছেলে কৃষ্ণ হালদার (৩১), দেবাল হালদারের ছেলে তমাল হালদার (২২), আলতাপোল গ্রামের হযরত আলীর ছেলে ইমরান (২০) ও নওয়াব আলীর ছেলে হযরত আলী (৫১) এবং নিয়মিত মাদক মামলায় খতিয়াখালী গ্রামের মলয় দাসের ছেলে উত্তম দাসকে (৩৫)।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত মহিলাসহ ওয়ারেন্টভুক্ত, ডাকাতি, নারী নির্যাতন, হত্যা ও থানার নিয়মিত মাদক মামলায় গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।