বৈশ্বিক মহামারী কোভিড-১৯ (করোনা) ভাইরাস থেকে কারাগারে বন্দী কয়েদীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে উন্নতমানের হাই-প্লো অক্সিজেন , ২০০০ পিস মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী ।
১৬ সেপ্টেম্বর ২০২০ ইংরেজি (বুধবার) কারাগারে বন্দী কয়েদীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন ফজলুল হক চৌধুরী , চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম , ডেপুটি জেলার মাজহারুল , বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ , আব্দুল হান্নান লিটন , জিন্নাত সোহানা চৌধুরী , ইয়াসমিন আরাফাত কচি প্রমুখ ।
সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে এম. রেজাউল করিম চৌধুরী বলেন , করোনা দুর্যোগ মোকাবেলায় কারাবন্দীদেরও সুরক্ষা সামগ্রী প্রয়োজন । বন্দীদের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহন করেছেন এবং এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখবেন ।
দৈনিক অপরাজিত বাংলা