ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জাককানইবির ভৌত অবকাঠামো উন্নয়নে ৮৪০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

এনামুল হক, ময়মন‌সিংহ প্র‌তিনি‌ধি।
অক্টোবর ৭, ২০২০ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য ৮৪০ কোটি ৫৬ লক্ষ টাকার একটি প্রকল্প মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে। একনেক চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেছেন।

প্রকল্পটি প্রথম সংশোধনীর পরে এই বাজেট নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিলো ৪৯১ কোটি ৩৪ লক্ষ টাকা।

সংশোধিত প্রকল্পের অাওতায় রয়েছে- (ক)১৪.৯৯ একর ভূমি অধিগ্রহণ,  (খ) ২য় প্রশাসনিক ভবন নির্মাণ (২৯৩২ বর্গমিটার), (গ) ৫টি ইনস্টিটিউট, আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের শ্রেণি কক্ষ এবং আইটি স্পেস ভবন নির্মাণ (৯৯৬০ বর্গমিটার ), (ঘ) অতিথি ভবন নির্মাণ (৮২১ বর্গমিটার), (ঙ) একাডেমিক ভবন নির্মাণ (৪২২৯৫ বর্গমিটার), (চ) স্কুল ও কলেজ ভবন নির্মাণ (নার্সারী হতে দ্বাদশ পর্যন্ত) (৫৩৩৬ বর্গমিটার), (ছ) ১টি ছাত্র ও ১টি ছাত্রী হল নির্মাণ (আসন সংখ্যা-৮৫০+৮৫০) (১৫৯০০বর্গমিটার+১৫৯০০ বর্গমিটার), (জ) শিক্ষক-কর্মকর্তার জন্য ইউটিলিটি ভবন নির্মাণ (১৩৪৯৮বর্গমিটার), (ঝ) শিক্ষক -কর্মকর্তার জন্য আবাসিক ভবন নির্মাণ (৬৩৪৭ বর্গমিটার), (ঞ) ১১-২০ তম গ্রেডের কর্মচারিদের জন্য টাওয়ার নির্মাণ (১২০৩২  বর্গমিটার), (ট) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাস ভবন নির্মাণ (১৫৭৩ বর্গমিটার), (ঠ) মাল্টিপারপাস হল কাম টি.এস.সি কাম জিমনেসিয়াম ভবন নির্মাণ (৭৮১১ বর্গমিটার), (ড) চিকিৎসা কেন্দ্রের উর্ধ্বমুখী সম্প্রসারণ (অফিস, হাসপাতাল ও আবাসিক সুবিধা সম্বলিত) (১০১৯ বর্গমিটার), (ঢ)  ইমাম ও মুয়াজ্জিন এর আবাসনসহ মসজিদ নির্মাণ (২২৫২ বর্গমিটার), (ণ) বিদ্যমান ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ (৪২৮০ বর্গমিটার), (ত) ক্যাম্পাসের চারদিকে নিরাপত্তার জন্য সবুজ বেস্টনী নির্মাণ (১৫০০ বর্গমিটার), (থ) অন্যান্য আনুষঙ্গিক নির্মাণ, (দ) মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, ফটোকপিয়ার সরবরাহ, (ধ) ল্যাব যন্ত্রপাতি, অফিস যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহ ইত্যাদি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।