ময়মনসিংহের ত্রিশালে গ্রামীণ রক্ষণাবেক্ষন মাস (অক্টোবর-২০২০) উদ্বোধন করা হয়েছে।
এ লক্ষে বৃহস্পতিবার ১লা অক্টোবর ত্রিশাল-হরিরামপুর সড়কের কোনাবাড়ী নামক স্থানে মোবাইল সংস্কার ও মেরামত কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী সৌকত হোসেন, সহকারী প্রকৌশলী শামছুল হুদা, সহকারী প্রকৌশলী জানে আলম, উপজেলা প্রকৌশল অফিসের হিসাব রক্ষক জসিম উদ্দিন প্রমূখ। এছাড়াও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।