মুজিব বর্ষ উপলক্ষ্যে পঞ্চগড়ের জেলার তেঁতুলিয়া উপজেলার গ্রামীণ সড়কগুলোর রক্ষাণাবেক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রায় দেড়শতাধিক দরীদ্র ও বিধবা নারী এই কার্যক্রম সম্পাদন করবে । এলজিইডি সূত্রে জানা গেছে দরীদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থান এবং সড়ক রক্ষণাবেক্ষণ করা এই প্রকল্পের লক্ষ্য। নিয়মিত ভাবে সড়ক রক্ষণাবেক্ষণে সকলকে সম্পৃক্ত করার জন্য অক্টোবর মাসকে সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সদর ইউনিয়নের দর্জিপাড়া-সারিয়ালজোত সংযোগ সড়কে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশলী আবু সাঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু , সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাসুদুল হক, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ প্রমুখ ।