পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন রায় (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০ টায় পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিতলা বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।মৃত সুজন রায় ওই এলাকার মৃত মঙ্গল রায়ের ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, সুজন রায় বাড়ির পাশে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে ছিলো। বাঁশের উপর বৈদ্যুতিক তার থাকায় সে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তার চিকিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো: আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।