প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির প্রতিবাদে আজ (বুধবার) বিকালে হাটহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গসংগঠন এ সমাবেশের আয়োজন করে।
আজ হাটহাজারী বাস টার্মিনাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদারের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ধর্ষণ যেই করুক না কেন তার শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। নোয়াখালী নারায়নগঞ্জসহ কয়েকটি জায়গায় ধর্ষণের মত জঘণ্য ও ঘৃন্যতম কাজ হয়েছে তা সবার বিবেককে নাড়া দিয়েছে। অপরাধী যেই হোক তার কোন দলীয় পরিচয়ের প্রয়োজন নেই সে একজন অপরাধী।
কিন্তু দুঃখের বিষয় এ ইস্যুকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের নাম দিয়ে সভা সমাবেশে প্রধানমন্ত্রীকে কটুক্তি করছে। ছাত্রলীগকে এসব ঘটনার মূলহোতা দাবি করছে। প্রধানমন্ত্রীর পতনের কথাও বলছে বিভিন্ন মানববন্ধনে।
বক্তারা আরো বলেন, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। যা কখনই সম্ভব হবেনা। বঙ্গবন্ধুর সৈনিকরা ঘরে বসে থাকবেনা। প্রধানমন্ত্রীকে কটুক্তকারীদের দ্রুত আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আরো বলেন, এক ইস্যু এনে সমাবেশে সরকারকে কটুক্তি করবেন আর সরকার দলীয় লোকেরা বসে বসে আঙ্গুল চুষবে তা যদি কেউ মনে করে থাকেন তাহলে আপনারা ভুল করবেন।
বিকাল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলম চৌধুরী, আক্তার হোসেন খাঁন, সুলতানুল আলম চৌধুরী, মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, আলী নাসের চৌধুরী, সোলাইমান সওদাগর, হারুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা তসলিম হায়দার, ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুহিবুল হক, মোহাম্মদ এনাম চৌধুরী, আবু মোহাম্মদ ফোরকান, যুবলীগ নেতা সৈয়দ নুরুল আলম, সাঈদুল হক খোকন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা তারিকুল কালাম তুহিন, ওমর ফারুক জীবন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মহসিন তালুকদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি উদয় সেন, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ, সোলাইমান চৌধুরী, সেকান্দর তুহিন, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ লোকমান চৌধুরী, নাজিম উদ্দিন, শাহ আলম, হাসান লিটন, যুবলীগ নেতা খোরশেদ আজিজ, এমরান হোসেন, আনোয়ার মেহেদী, আইয়ুব খাঁন লিটন, জসিম উদ্দিন রকি, জসিম উদ্দিন, নাসির উদ্দিন, হানিফ বাদশাহ, মোহাম্মদ তওহিদুল ইসলাম, হকার্স লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক নিকলু মিয়া, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাবেদ হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন তালুকদার, রহমত আলী বাবু, মুহিতুল ইসলাম প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।