ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাড়াইলের কাইন্কা বিল

মোঃ আবুল হাসেম জয়, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২০ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছুই আজ প্রায় হারাতে  চলেছে সেগুলির মধ্যে একটি হলো পদ্মফুল ৷ কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের (কাইন্কা) বিলে এক দৃষ্টিনন্দন পদ্মবিলের সুন্দর দৃশ্য প্রতীয়মান ৷ এখানে প্রতি বছর বর্ষা কালে কাইন্কা বিলে দেখা যায় পদ্ম ফুলের বিশাল সমাহার ৷ সারা বিল জুড়ে ফুটন্ত পদ্মফুল গুলো যেন সৌন্দর্যের পূর্ণতা নিয়ে হাতছানি দিয়ে ডাকছে ৷ বিকাল বেলায় পদ্ম ফুলের দৃশ্য যেন এক মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে ৷ হাজার হাজার পদ্মফুল ঝলমল করে উঠে সারা বিল জুড়ে ৷ বিলের দূর থেকে দেখে মনে হয় যেন সাজানো-গোছানো এক ফুলের বাগান ৷ সত্যিই কাইন্কা বিলের পদ্মফুল এবং পদ্মপাতা গুলো যেন মানুষের মন জুড়ে প্রভাব বিস্তার করে ৷ এই কাইন্কা বিলের দৃশ্যটা যেন সত্যিই মানুষের মনে দাগ কাটে ৷ কাছে গিয়ে কাইন্কা বিলের পদ্মফুল গুলো স্পর্শ করলে মনে হয় যেন সৌন্দর্যের লীলাভূমি তে প্রবেশ করলাম ৷ কাইন্কা বিলের পদ্মফুল গুলো যেন আশেপাশের পরিবেশটাকে সৌন্দর্য করে তুলেছে ৷ সাদা লাল রঙের পদ্ম ফুলের মাঝে সবুজ রঙের পদ্ম পাতা গুলো যেন পরিবেশটাকে শীতল করে তুলে ৷ নৌকা যোগে কাইন্কা বিলের মাঝখানে যখন প্রবেশ করা হয় তখন মনে হবে যেন কোন এক সৌন্দর্যের লীলাভূমিতে অবস্থান করছি ৷ এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এখানে প্রতি বছর বর্ষাকালে হাজার হাজার পদ্মফুল ফোটে ৷ সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক লোকের জনসমাগম হয় এই কাইন্কা বিলে পদ্মফুল দেখার জন্য ৷ নৌকা দিয়ে পদ্মফুল ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। কিশোরগঞ্জ থেকে সিএনজি বা অটো দিয়ে সরাসরি দড়িজাহাঙ্গীরপুর কাইন্কা বিলে আসা যাবে৷ তাড়াইল উপজেলা থেকেও অটো ও সিএনজি দিয়ে আসা যাবে ৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।