দেশে আর্থিকভাবে দূর্বল ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের আর্থিক সহযোগিতায় ‘খাদ্য সামগ্রী বিতরণ প্রোগ্রামের আওতায় বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজ মাঠে আর্থিকভাবে দূর্বল এক হাজার পরিবারদের মাঝে সোমবার বিকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় সর্বমোট ২৪ কেজি খাদ্যসামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুর্কী সায়িদ আল গামেদী, জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর মহাপরিচালক আল্লামা ছালাহ উদ্দীন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দীন জমির , কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশের প্রতিনিধি শেখ ইব্রাহীম বিন আব্দুল্লাহ, শেখ ফাহাদ বিন ঈদা আল ওতাইবি, শেখ আলি বিন বখিত প্রমুখ।