দীর্ঘ তের বছর পর আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচন। একই দিনে নানুপুর ইউনিয়নে উপনির্বাচন হবে। সুয়াবিল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সবধরণের নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে। সে মোতাবেক ৩২ ঘণ্টা সময় গণনা শুরু ১৮ অক্টোবর (রোববার) রাত ১২টা থেকে। সে হিসেবে রোববার দীর্ঘ দু-সপ্তাহ ব্যাপী চলা আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগের শেষদিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। প্রচার-প্রচারণার শেষদিনে সুয়াবিল ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থনে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সুয়াবিল বৈদ্যরহাট বাজার ও শোভনছড়ি নয়াবাজারে অনুষ্ঠিত পথসভাগুলো জনসভায় রূপ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ’র সাবেক সদস্য হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
ইউনিয়ন আওয়ামী লীগ’র আহ্বায়ক হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন- নাজিরহাট কলেজের সাবেক জিএস আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ’র সিনিয়র সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, উপজেলা মহিলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদিকা ও মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা। নৌকার প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা সুমন সিকদার ও মাস্টার বাবলা কুমার দে’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নাজিরহাট পৌর আওয়ামী লীগ নেতা আলী আকবর জুনু, জয়নাল আবেদীন, যুবলীগ নেতা মীর মোরশেদ, আক্কাস আলী, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা মুনছুর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের নৌকা নৌকা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো সভাঙ্গন। পথসভা পর্ববর্তী গণমিছিলে নৌকার সমর্থকদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুয়াবিল বৈদ্যরহাট থেকে শুরু হওয়া বিশাল গণমিছিলটি শোভনছড়ি এলাকা প্রদক্ষিণ করে উদালিয়া চা বাগানে গিয়ে শেষ হয়। অপরদিকে, নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র সহ ৫ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এখানে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলবে।