কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে জনি দে রাজ ও মোঃ কালু নিহত হওয়ার ঘটনায় খুনিদের গ্রেপ্তারের ৭২ঘন্টা আল্টিমেটাল শেষ হলেও কোন আসামী গ্রেপ্তার না হউয়ায়,খুনিদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবীতে সুশীল সমাজ,রাজনৈতিক সমাজ,ব্যবসায়ী সমাজ, মালিক-শ্রমিক,সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
শুক্রবার (৯ অক্টোবর) কক্সবাজারের ঈদগড়- ঈদগাও-বাইশারী সড়কে জনি হত্যার বিচারের দাবীতে এক বিশাল মানববন্ধনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজার শহরে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন,ঈদগড়ের ইউপি চেয়ারম্যান জনাব;ফিরোজ আহমদ ভুট্টো।
এ সময় কক্সবাজার বাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।সেইসাথে কক্সবাজারের ঈদগড়-ঈদগাও-বাইশারী সড়কের আশেপাশের সকল দোকান পাট ও যানচলাচল বন্ধ থাকবেও বলেন,ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো।
উক্ত মানববন্ধনে সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজার ৩ আসন, ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভূট্টো, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ঈদগড়ের বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, ঈদগড় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।