রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সড়কে তাল বীজ/চারাগাছ রোপন করা হচ্ছে । আজ (সোমবার) সকাল১১টার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতাধীন টিআর/কাবিখা প্রকল্পের আওতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
এ উপজেলার কদলপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সাথে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সহ উপজেলার আরো কয়েকজন কর্মকর্তা।
ঐ উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান,পরিবেশের ভারসাম্য ও বজ্রপাত থেকে রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।