ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন হল বঙ্গবন্ধু চত্বর।

শেরপুর প্র‌তি‌নি‌ধি।
অক্টোবর ৩১, ২০২০ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর টিমের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বার্তা পরিচালনা করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের থানা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে ওই অভিযানের উদ্বোধন করেন জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট জনাব মোঃ বাছেদ। ওইসময় তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের জন্য বিডি ক্লিন শেরপুরের এমন মহত্বি উদ্যোগ কে সাদুবাদ জানান এবং সকল সদস্যদের ধন্যবাদ দেন। পাশাপাশি স্থানীয় দোকানদের দোকানের পাশে ময়লার ঝুড়ি রাখার জন্য পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসাইন, বিডি ক্লিন শেরপুর জেলা সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম,সহ বিভিন্ন ইউনিটের সহকারী প্রধানগণ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথি সহ সংগঠনটির অর্ধ শতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে বঙ্গবন্ধু চত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন। শেরপুর জেলা সমন্বয়ক বলেন, পরিচ্ছন্ন শেরপুর জেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। সবাই নিজ নিজ জাইগা থেকে সচেতন হয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।