হাটহাজারী উপজেলার দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন পরিপন্থি কাজে লিপ্ত হওয়ায় স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টম্বর” হাটহাজারীতে বঙ্গবন্ধু ষ্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটি ফরহাদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মানবতার মা”দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপনে ছাত্রলীগ নামধারী কিছু দুর্বৃত্তরা হঠাৎ হামলা করে ভাঙচুর শুরু করে।
এটি ছাত্রলীগের নীতি, আদর্শ, শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ রায়হাম মাহমুদ তানিম পিতাঃ মোহাম্মদ দিদারুল আলম এবং ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদ হোসেন, পিতাঃ মরহুম বদিউল আলমকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তারভির হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ছাত্রলীগের নিজস্ব প্যাডে স্বাক্ষর করে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।