ঢাকারবিবার , ২৭ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

করোনা এখন আর শুধুই হা‌তে গুনা কিছু জিলার অসুখ নয়।

নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

করোনা এখন আর শুধুই ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, নরসিংদী, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার সিলেটের অসুখ নয়।

করোনা এখন সারাদশের প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রামের অসুখে রুপান্তরিত হয়েছে।

করোনা কিন্তু নিজের পায়ে হেঁটে হেঁটে সারাদেশে ছড়ায়নি। করোনাকে সারাদেশে ছড়িয়েছে এই দেশের এক শ্রেনীর জনগন।

সেই এক শ্রেনীর জনগন যারা করোনা কবলিত রেড জোন এলাকাতে বসবাস করেও প্রতি মাসে, প্রতি সপ্তাহে, নানান ছুটিতে নাড়ির টানে প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে ছুটে গিয়েছে। তাদের মধ্যেই কারো কারো সাথে করে করোনা ছড়িয়েছে দেশ জুড়ে।

লকডাউন আজকে ট্রলে রুপান্তরিত হয়েছে সেটাও এক শ্রেনীর জনগনের কল্যানেই।

করোনা মহামারী কালীন কিছু পরিচিত ডায়ালগ গত দেড় বছর জুড়ে দাপিয়ে বেড়িয়েছে…

১। করোনা বলে কোন রোগ আছে নাকি ? লক ডাউন দিয়ে সরকার আলেমদের গ্রেপ্তার করছে ব্লা ব্লা ব্লা…
২। মুসলিমদের করোনা হবে না, করোনা মুসলিমদের জন্য না।
৩। আমরা তো করোনায় মারা যাবো না, মারা যাবো না খেয়ে।
৪। করোনা বড় লোক অসৎ লোকের অসুখ, করোনা গরীবের জন্য না।
৫। করোনা আল্লাহর গজব, মুসলিমদের ভয় নেই।

এখন ভাবছি অন্য কথা, বর্তমান সরকার অনেক বিদ্রুপ নানান উপহাস সহ্য করেও করোনা থেকে বাংলাদেশের মানুষ কে মুক্ত রাখতে নানান ভাষার লকডাউন দিয়েছিল যাতে করে দ্রুততম সময়ে বাংলাদেশ থেকে করোনা বিদায় করে দেওয়া সম্ভব হয়। সরকার চেষ্টা করেছিলো, কিন্তু আজকাল বা গত কয়েকদিনের সারা বাংলাদেশে করোনার যা চিত্র, এতে করে শংকিত হতেই হচ্ছে আগামী এক দুই যুগের মধ্যে বাংলাদেশ করোনা মুক্ত হবে কি না তা নিয়ে।

বিষয়টা অবশ্যই ভাবনার, অপ্রিয় হলেও সত্য যে গত দেড় বছর জুড়েই করোনা ছিলো শুধুই শহর কেন্দ্রিক, যার ছোবল সহ্য করতে গিয়ে আমাদের জীবন যাপনে দুর্ভোগ নেমে এসেছিলো, এখন যা অবস্থা সারাদেশ জুড়ে বিস্তৃত করোনার দুর্ভোগ আমাদের কতোটা ভয়াবহতার দিকে নিয়ে যায় কিংবা আমরা আদৌ সে ভয়াবহতা কাটিয়ে উঠতে পারবো কি না…

এখন আর লকডাউন মান্য করার কথা বলবো না, যা খুশি তা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।