ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

তার রেকর্ড ছিলো দিনে তিনবার গ্রেফতার হওয়ার।

অমি রহমান পিয়াল
জুন ৯, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

আমাগো সময় বিপ্লবী কিংবা গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের এক নেতা ছিলো। এরশাদ বিরোধী আন্দোলনের সময় টিএসসি মোড়ে সে ওৎ পাইতা থাকতো। কোনো মিছিলে পুলিশ হামলা করলেই সে গাড়ীর সামনে গিয়া দাড়াইতো। কইতো আমারে গাড়ীতে ওঠান। তার বাপ পুলিশ অফিসার ছিলো, পুলিশ তারে একটু দূর নিয়া নামায়া দিতো। ততক্ষণে সে গ্রেফতার হিসেবে সাংবাদিকগো ক্যামেরায় ছবি উঠায়া ফেলছে। তার রেকর্ড ছিলো দিনে তিনবার গ্রেফতার হওয়ার। ইত্তেফাকে তিনটা ছবিতে সে মাথায় ফেট্টি বাইন্ধা হাসিমুখে পুলিশের গাড়ির পিছনে পোজ দিছে একইদিনে গ্রেফতার হিসেবে। তো বাজার দর বাড়াইতে এইসব ছবির একসময় কদর ছিলো, এখন নাই।
সড়ক আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় আহত বইলা ভাইরাল হওয়া এক পোলারে পুলিশ ধরছিলো। একচোখ সহ গোটামুখ আর হাতে ব্যান্ডেজ! তারপর থানায় নিয়া তারে দিয়া ব্যান্ডেজ খোলাইছে। দেখা গেলো রক্ত বুঝাইতে সে নেলপলিশ ব্যবহার করছে। কসাইর দোকানে গিয়া গরু ছাগলের রক্ত ব্যবহার করলেও কিন্তু সে কট খাইতো না। তো সেই ভিডিও ডাবল ভাইরাল হইয়া এসব বাটপারির সোগা মেরে দিছে। লোকজন এখন সচেতন হইছে, ফেইসবুকে ছবি দেখলেই আর বিশ্বাস করে না। কারণ ক্যামেরা এখন চতুর্দিকে। একটু নজর দিলেই বোঝা যায় কি ঘটছে, ফেসবুক এখন ভর্তি বডিল্যাঙ্গুয়েজ এক্সপার্টে।
যেমন চিটাগাং মেডিকেলের কথাই ধরেন। মেইন গেটের সামনে রাস্তা আটকায়া সমাবেশ করতেছিলো বামমোর্চা ছাইড়া বিএনপির লগে জোট বাধা এক নেতা। এম্বুলেন্স আইসা হর্ন দেয় তারা সরে না। পোলাপাইন গিয়া দিছে থাবড়া। তার নাক দিয়া ব্লিডিং হইছে। উল্টাদিকেই সারসার ফার্মেসি। একজন নাকে তুলা গুইজা সার্জিকাল স্টিকার দিয়া আটকায়া দিছে। পাশের জন সমব্যথী হইয়া গালে লাগাইছে স্টিকার। হাস্যকর। তার থিকা জটিল দেখাইছে ভাসান রাশেদ। পোলাপাইন দেইখ্যা সে দৌড় দিছে ভাসান ভাসান বইলা। একজন তার পাঞ্জাবী টাইনা ধরছিলো, দৌড় দিয়া সে ছিড়া ফেলছে। তারপর পাশেই বিএনপি নেতার ক্লিনিকে গিয়া বইসা পোজ দিছে আর কইছে তার জামাকাপড় খুইলা ফেলছিলো! আরে ছবিতেই তো ক্লিয়ার কি ঘটছে।
ঘটনা এইখানেই শেষ হয় নাই। সেই ক্লিনিকে এরপর সবাই হাতে প্লাস্টার করছে ফটোশেসন করতে। ভাসান এখন হাতে স্লিং নিয়া লাইভ করে! কেউ ধইরা ব্যান্ডেজ খুললে দেখবো সব ফকফকা। অথচ পুরা ঘটনায় ‘এম্বুলেন্স আটকাইছোস ক্যান’ বইলা একটা থাপ্পড়, সেইটা খাইছে মাত্র একজন। আর কতগুলা আহত হইয়া গেলো! গাড়লরা যখন রাজনীতিতে আসে, এইভাবেই মানুষরে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু জমানা পাল্টাইছে। মানুষ বরং মজা পায়। খুশীও হয় বাটপাররা ঘাড় খাইলে। এরাই কিন্তু শ্রীলংকায় রাজনীতিবিদরা গণপিটুনি খাওয়ায় খুশী হইছিলো আর হুমকি দিছিলো। আয়রনি…

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।