দোস্ত তুই কেমন আছোস ?
আমরা সবাই মুজিব সৈনিক
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
ফেসবুকে উপরের লেখাটুকু লিখে কেউ ষ্ট্যাটাস দিলেই আওয়ামী লীগার হয়ে যায় না, মুজিব সৈনিক তো বহুত পরের গল্প।
অপ্রিয় হলেও এটাই বাস্তবতা, আজকাল অনেকেই নিজেকে আওয়ামী লীগার বলে, মুজিব সৈনিক বলে পরিচয় দেয়, মুক্তিযুদ্ধের চার মুল নীতি কে অস্বীকার করে, ওদের গলা উচু, কেউ বলবে তুমি আওয়ামী লীগার না, খবর আছে।
আমি আওয়ামী লীগ করি কতটুকু জানি না, তবে চেষ্টা করছি আওয়ামী লীগার হতে, বঙ্গবন্ধুর জীবন দর্শন, চিন্তা চেতনার কাছাকাছি যাওয়ার মতো যোগ্যতা আমার হবে না, কারন বঙ্গবন্ধুর মত উদার মানুষ হতে আমি পারবো না, তাই নিজেকে কখনো মুজিব সৈনিক বলে দাবী করি না।
বাংলাদেশ আওয়ামীলীগ শুধুই একটি রাজনৈতিক দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভুতির নাম, বলে গেছেন দলটির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ, এটাই বাস্তবতা, নৌকার ভোটার হওয়া মানেই আওয়ামী লীগার হওয়া নয়, এমপির লোক হওয়া মানেই মুজিব সৈনিক হওয়া নয়, কেন্দ্রীয় নেতাদের কাছের মানুষ হওয়া মানেই দলের নিবেদিত কর্মী না।
বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শিক সমর্থক হওয়া মানেই পুরোপুরী বাঙ্গালী হওয়া।
বাংলা বাঙালীর দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। শ্রদ্ধার সাথে স্মরন করছি জাতির চার রত্ন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে।
শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামীলীগ। বাংলাদেশ কে আগলে রেখো প্রহরী হয়ে।