লকডাউন নিয়ে গনমাধ্যম কি দায়িত্বশীল আচরন করছে নাকি খবর বানিয়ে অধিক ভিউ অধিক ইনকামের ধান্দাবাজী করছে বিষয়টা নিয়ে ভাবনার দরকার আছে…
প্রথম কথা হচ্ছে গনমাধ্যম কি চায় ?
লকডাউনের সফলতা নাকি ব্যার্থতা ?
লকডাউনে ক্ষতিগ্রস্থ হচ্ছে সবাই, কেউ কম কেউ বেশি। এর মধ্যে অস্বীকার করার কোন উপায় নেই যে এই লকডাউনে দিন মজুর শ্রেনীর লোকেরা ক্ষতিগ্রস্থ বেশি। প্রশ্ন হচ্ছে দীর্ঘ মেয়াদী সুবিধা নিশ্চিত করতে সাময়িক ক্ষতিটাকে এড়িয়ে গেলে আমাদের গনমাধ্যম গুলোর সমস্যা কোন জায়গায় ?
উদহারণ এক টিভিতে নিউজ দেখলাম এক রিক্সাওয়ালা লকডাউনে রিক্সা নিয়ে বেড়িয়েছে কিন্তু যাত্রী নেই। এই খবর গনমাধ্যমে প্রচারের টপিক হয় কিভাবে? যেই গনমাধ্যম কর্মীর চোখে এই অমানবিক ঘটনা রেকর্ড হয়েছে, উনি নিজেই কেন রিক্সাওয়ালাকে ২০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলো না? যেহেতু গনমাধ্যম কর্মীদেরকে করোনা সোলজার হিসেবে মুল্যায়িত করা হচ্ছে, লকডাউনের মধ্যে সকলে ঘরের ভিতরে থাকলেও গনমাধ্যম কর্মীরা দেদার্সে ঘুরাফেরা করছে। এর মধ্যে লকডাউনে নিরুৎসাহী হয় বা অন্যদের নিরুৎসাহী করে এমন নিউজ রেকর্ড করতেই হচ্ছে কেন?
তাছাড়া এডিটরিয়াল থেকে এই নিউজ সম্প্রচার হয় কি ভাবে? কেন হচ্ছে?
করোনায় অবস্থা ভয়াবহ এটা এখন আর মাথা ঝাকানো সমস্যার মধ্যে নাই। এড়িয়ে যাওয়ার অবস্থার মধ্যে নাই, এই পর্যায়ে খামখেয়ালী করার পর্যায়েও নাই। করোনা মোকাবেলায় লকডাউনের বিকল্পও কিছু নাই। যেহেতু একাধিকবার লকডাউন শিথিল করে সামাজিক দুরুত্ব নিশ্চিত করার কথা বলার পরেও কাউকে মানানো যায়নি। সেখানে লকডাউন ডেকেই সামাজিক দুরুত্ব নিশ্চিত করার চেষ্টা চলছে। এমন অবস্থায় সকলকে ক্ষতি মেনে নিতে হবে। কারো পেটের চিন্তায় ভাইরাল করতে আরো ১০ জন কে আগ্রহী করে তুলে বা তুলতে পারে এমন নিউজ প্রচার বন্ধ করা কি গনমাধ্যমের দায়িত্বের মধ্যে পরে না ?