নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে নগরীর ১৪নং ওয়ার্ড লালখান বাজার আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে ১২ আগষ্ট বুধবার বিকেলে ওয়ার্ড আওয়ামীলীগ’র’ সভাপতি সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, খুলশী থানা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মমিনুল হক মোমিন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিদ্দিক আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, যুগ্ম সম্পাদক আফসার উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদকএম এ কাদের।
ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুকে স্বরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং যাঁরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন তাদের জন্য শোক প্রকাশ করেন।তিনি আরও বলেন,
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগ ১৫ আগষ্ট সকাল থেকে বিভিন্ন কর্মসূচী পালন করবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ,কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ,১৪নং লালখান বাজার ওয়ার্ডের সকল মসজিদে কোরাণ খতম ও মিলাদ মাহফিল। মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, দুস্তদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, মোঃ হানিফ, আলী আহমদ, এডভোকেট আব্দুল্লাহ হাসান পিকু, মাহবুবুল হক স্বপন, আমির বিন আব্দুল্লাহ, জাহিদুল কবির নিপু, মোঃ আলী, সোহেল খান, আনিসুর রহমান চৌধুরী, শাহজাহান লিটন, মাইনুদ্দিন হানিফ, আনোয়ার হোসেন, মোরশেদ, কামরুল হাসান, আব্দুল আক্কাস, ইউসুফ খান, মোরশেদ আকবর ও ছাত্রলীগ নেতা আইনুল কাদের নিপু, শামীম আহসান প্রমুখ।