ঢাকাসোমবার , ৭ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে সকাল থেকে পুলিশ ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৭, ২০২০ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতের চিত্র একেবারেই পাল্টে গেছে। রোববার (৬ ডিসেম্বর) পর্যন্ত যে ফুটপাত দখলে ছিল বিভিন্ন সংগঠনের কর্মীদের মানববন্ধন ও অনশনে, সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে সে ফুটপাতে ৪৭ জন পুলিশ ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়া প্রেসক্লাবের সামনে যেন আর কোনও সংগঠন ধর্মঘট ও অনশন করতে না পারে সেজন্য কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ।

গত রোববার প্রেসক্লাবের সামনে থাকা বিভিন্ন সংগঠনের কর্মীদের ভোররাতে পিটিয়ে তুলে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন অনশন মানববন্ধনে অংশ নেয়া কর্মীরা। এ বিষয়ে পুলিশ বলছে, অনশনকারীদের পেটানো হয়নি, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। অনুমোতি ছাড়া রাজধানীতে অনশন ও ধর্মঘট করার কোনও সুযোগ নেই। তাই এসব সংগঠনকে সরিয়ে দেয় পুলিশ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রেসক্লাবের সামনের ফুটপাতে আগের মতো সংগঠনগুলোর সমাবেশ, প্রতিবাদ কিংবা অনশন চোখে পরেনি। নীরব পরিবেশ বিরাজ করছে। কারো অবস্থান ধর্মঘট না থাকলেও পুলিশের কাড়াকড়ি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। ফুটপাতে চেয়ার ও টেবিল বসিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ। আর ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকতে দেখা যায়।

ঢাকা ইপিজেডের এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিক লিয়াকত আলী  বলেন, ভোর রাতে বাতি নিভিয়ে দিয়ে আমাদের পেটানো হয়। শীতের রাত হওয়ায় অনেক শ্রমিক ফুটপাতে ঘুমিয়ে ছিলেন। ফুটপাতে তাজরীন ফ্যাশনের শ্রমিক, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর প্যানেলে নিয়োগ পাওয়ার জন্য চাকরিপ্রত্যাশী এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা ছিলেন। পুলিশ পেটানো শুরু করলে সবাই যে যেদিকে পারে পালিয়ে যায়।  শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ আরটিভি নিউজকে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়া রাজধানীতে কোনও সভা-সমাবেশ, অনশন-ধর্মঘট করা যাবে না। জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন অনুমতি না নিয়ে অনশন করে আসছিল। তাই ওপরের নির্দেশে এসব সংগঠনকে সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবি নিয়ে তাজরীন ফ্যাশনের শ্রমিক ৮১ দিন, ঢাকা ইপিজেডের এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিক ৩৮ দিন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি ২২ দিন এবং ‘প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা ৫৬ দিন ধরে ধর্মঘট ও অনশন করে আসছিল। এসব সংগঠন ডিএমপির অনুমতি ছাড়া রাজধানীতে অনশন করায় তাদের উঠিয়ে দেয় পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।