আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল হাজারীর ফেনীর মাস্টারপাড়ার বাড়িতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অনুসারীরা দু’দফা হামলা ভাঙচুর গোলাগুলি করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনগত রাতে রাত ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জয়নাল হাজারী।
১৫ আগস্ট উপলক্ষে ফেনী আসলে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে জয়নাল হাজারীর উপস্থিতিতে বিদ্রোহী পক্ষ তারা বাড়িতে অবস্থিত মুজিব উদ্যানে ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার-টেবিল ভাঙচুর করে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং গোলাগুলি করে। ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাত ১টা থেকে ২টার মধ্যে হামলা করেছে বলে অভিযোগ করেছেন জয়নাল হাজারী। এ ঘটনার পর থেকে পুরো শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। র্যাব পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিজাম উদ্দিন হাজারী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তার অনুসারীরা জানিয়েছে জয়নাল হাজারীর অভিযোগ সত্য নয়। তিনি সব সময় মিথ্যা কথা বলেন।
জয়নাল হাজারী বলেন, মুখোশ পরে কিছু সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে। জয়নাল হাজারী আরও বলেন, আমি ইতোমধ্যে বিভিন্ন যায়গায় অভিযোগ করেছি। ফেনীর পুলিশ সুপারকেও জানিয়েছি। ইতোমধ্যে আমার বাড়িতে পরিদর্শন করে গেছেন ফেনী সদর থানার পরিদর্শক (ওসি) মো. আলমগীরসহ ডিবি পুলিশের ওসি।আইনি পদক্ষেপ প্রসঙ্গে জয়নাল হাজারী বলেন, আমি এখন কিছুটা ক্লান্ত, এছাড়া জুমার নামাজেরও সময় হয়ে এসেছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি লিখিতভাবে একটা অভিযোগ ফেনী সদর থানায় পাঠাব। সদর সাথার ওসি সেটি গ্রহণ করে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।এর আগে বুধবার নিজের ফেসবুক পেজে তার দুই সহযোগী আরজু ও শাখাওয়াতসহ তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়নাল হাজারী।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন. মাস্টার পাড়ায় দু’গ্রুপের সদস্য জড়ো হলে পুলিশ দু’পক্ষকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। পুরো শহর জুড়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দৈনিক অপরাজিত বাংলা