ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তন মেজর সাহেবের গুলি মিস হলেও কিন্তু একজন ইন্সপেক্টর সাহেবের এর গুলি মিস হয় নাই।

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২০ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল আরেফিন

যাক! SSF (Special Security Force) প্রাক্তন মেজর সাহেবের গুলি মিস হলেও কিন্তু একজন Inspector সাহেবের এর গুলি মিস হয় নাই।তাই যদি হয়,তাহলে জনাব Inspector কে আবার শুটিং এ মেডেল দেয়া উচিত।এ গল্প পাবলিককে খাওয়ানো যাবে কি?চেষ্টার কমতি নাই।পাপ তো আর লুকানো সহজ না।আরো কত কি বের হবে এখন।তদন্তের শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নাই।

সমস্যা হল,যা Open Secret, পাবলিক জানে,তা কিন্তু বড় কর্তারা জানেন না, বিশ্বাসও করেন না মনে হয়।

ওসি এবং এসআই কথোপকথনে যা শুনলাম আরকি!অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার, স্বাধীনতা,কিছু হবে না টাইপ আত্মবিশ্বাস এ ঘটনার পিছনের ঘটনা কিনা?একটা বাহিনীর প্রতি মানুষের আস্হাহীনতা রাস্ট্রীয় শৃংঙ্খলার জন্য ভয়ংকর, যা কিছু কর্মকান্ডের জন্য ম্লান হতে দেয়া যাবে না।

অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য,যার জন্য কোন কৈফিয়ত দাড় করানো উচিত না।

তবে ব্যাপার যা দেখছি,তাতে ধর্ম বিরাট ইস্যু।ধর্মের কারনে পাপযুক্ত বা পাপমুক্তের কোন বিধান ধর্মগ্রণ্হগুলোতে আছে কিনা জানি না।জেনে নিতে হবে,মরনের পরে কি হয় জানা জরুরি।

আলোচ্য ঘটনায় দুই ধর্মের কম্বিনেশন, তারপিছনে দুই ধর্ম প্রধান দেশ, বিশাল ফ্যাক্টর করে ফেলা জনগোষ্ঠীর ধর্মীয় পুরুস্কারও জরুরী।

একজন শুধু হিন্দু মতাদর্শী হওয়াতে তাকে চক্রান্তে ফাসানো হচ্ছে কিংবা যত দোষ হিন্দু ধর্মের উপর চাপিয়ে দেয়ার মানসিকতাও অপরাধে উৎসাহিত করা কিংবা ঘটনা আড়াল করা ছাড়া কিছু নয়।কেউ কেউ বলেও ফেলেছেন ২,০০০ কোটি টাকার সম্পদ নাকি তার!এটাও কি সম্ভব? টাকা ছাপানো যদি সম্ভব হয় তাহলেও ছাপাতেও ১৬ বছর লাগবে।

যাক বিশেষ ধর্মীয় অনুভতি সম্পন্ন বিবিধ সাইট গুলো ভারত,বা হিন্দু-মুসলিম বা SSF এর স্পর্শকাতর বিষয় জেনে ফেলা নিয়ে মার্ডার, ইত্যাদি হাবিজাবি নিউজ গুলো দেশ কিংবা সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি।বরাবরের মত এসব গুজবের সোর্সগুলোকে সমঅপরাধের দায়ে সনাক্ত করে শাস্তির আওতায় আনা হোক।

অবশেষে নিরাপদ,শান্তির দেশ কামনা করতেই পারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।